প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:40 PM
আপডেট: Wed, May 7, 2025 9:07 PM

শক্তিশালী শ্রমশক্তি এতে অবদান রেখেছে: পরিকল্পনা মন্ত্রী

বৈশি^ক মন্দার মধ্যেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ১০ শতাংশ

সালেহ্ বিপ্লব: কোভিড মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের  ধাক্কা কাটিয়ে ২০২১-২২ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১০ শতাংশে পৌঁছেছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বৈশ্বিক অবস্থা বিবেচনায় এই প্রবৃদ্ধি-হার অসামান্য। বাসস

২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিলো ৬.৯৪ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে ছিলো ৩.৪৫ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭.৮৮ শতাংশ। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে এটি ছিলো ২ হাজার ৫৯১ মার্কিন ডলার, ২০১৯-২০ অর্থবছরে ২ হাজার ৩২৬ মার্কিন ডলার এবং ২০১৮-১৯ অর্থবছরে ছিলো ২ হাজার ২০৯ মার্কিন ডলার। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একান্ত সাক্ষাতকারে বলেছেন, সাম্প্রতিক সময়ে  বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার  খুবই ভালো।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারীর কারণে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও বাংলাদেশের অবস্থা বেশ  ভালো ছিল। বর্তমান বৈশ্বিক অবস্থার মধ্যে পরিসংখ্যান দেখে আমি অবাক হইনি। এই ধরনের পারফরম্যান্সের পিছনে অভ্যন্তরীণ শক্তি তার যথাযথ ভূমিকা পালন করেছে। দেশে এবং বিদেশে শক্তিশালী শ্রমশক্তি অর্থনীতিকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, উন্নয়ন সহযোগীদের নিম্নমুখী পূর্বাভাস সত্ত্বেও চলতি এবং আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির বর্তমান গতি বজায় থাকবে। 

বিবিএসের পরিসংখ্যানে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে স্থিতমূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ মিলিয়ন টাকায়, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৪৪৪ মিলিয়ন টাকা।

স্থিতমূল্যে জিডিপির খাতে শেয়ার বিশ্লেষণ করে দেখা গেছে, সেবা খাত এখনও ৫১ দশমিক ৪৮ শতাংশ, শিল্প খাত ৩৬ দশমিক ৯২ শতাংশ এবং কৃষি খাত ১১ দশমিক ৬১ শতাংশ নিয়ে সিংহভাগ ভোগ করছে।

যদি স্থিতমূল্যে জিডিপির খাতগত প্রবৃদ্ধির হার বিবেচনা করা হয়, তবে শিল্প খাত গত অর্থবছরে সর্বোচ্চ ৯.৮৬ শতাংশ  বৃদ্ধি পেয়েছে, তারপরে সেবা খাতে ৬.২৬ শতাংশ এবং কৃষি খাতে ৩.০৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বিবিএসের পরিসংখ্যান আরও দেখিয়েছে, গত অর্থবছরে জিডিপিতে বিনিয়োগের অনুপাত বেড়েছে ৩২.০৫ শতাংশে, যা ২০২১ সালে ছিল ৩১.০২ শতাংশ । এর মধ্যে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অনুপাত  বেড়েছে ২৪.৫২ শতাংশ এবং সরকারি বিনিয়োগের অনুপাতও গত অর্থবছরে ৭.৫৩ শতাংশে উন্নীত হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ